আসসালামু আলাইকুম ॥ এই “দৈনিক পাঠের বিবরণীর” মাধ্যমে অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত আপনার সন্তানের প্রতিদিনের লেখাপড়ার ক্রমােন্নতি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবেন। তাই আপনার সন্তানের শিক্ষার মান
উন্নয়নের লক্ষ্যে প্রতিদিন এই “দৈনিক পাঠের বিবরণী” দেখার এবং লেখাপড়া সংক্রান্ত আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করার অনুরােধ করছি।
শ্রদ্ধেয় পিতা-মাতা/অভিভাবকগণকে অবশ্যই মনে রাখতে হবে, “আপনি আপনার সন্তানের সর্বপ্রথম ও সর্বোৎকৃষ্ট শিক্ষক এবং আপনার গৃহটি হচ্ছে
আপনার সন্তানের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান।” তাই আপনার সন্তানের সাফল্য আমাদের সকলের সম্বিত প্রচেষ্টারই ফল। আমরা পিতা-মাতা / অভিভাবক
ও শিক্ষকদের মধ্যে যােগাযােগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। এ কারণে শিক্ষা সংক্রান্ত যে কোন সমস্যা, পরামর্শ নিয়ে স্কুলে এসে যােগাযােগ করতে
দ্বিধাবােধ করবেন না। আসুন সবার সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানকে সত্যিকারের মানুষ গড়ার কেন্দ্র হিসেবে গড়ে
ধন্যবাদান্তে –
মোঃ মিজানুর রহমান
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
আমবাড়ী ডিগ্রী কলেজ,পার্বতীপুর, দিনাজপুর।
আমি শপথ করছি যে, মানুষের সেবায় নিজেকে নিয়ােজিত সভা দেশের প্রতি অনুগত থাকব। দেশের একতা ও সংহতি বজায় রাখবার জন্য সর্বদা সচেষ্ট থাকব।
হে প্রভু! আমাকে শক্তি দাও, আমি যেন বাংলাদেশে
দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসে পারি। আমিন।।